Xiaomi 14 ultra Mobile: আবারো ভারতীয় বাজারে আসতে চলেছে সাবমি সিরিজের আরেকটা নতুন স্মার্টফোন শাওমি ১৪ আলট্রা। আপনি যদি শাওমি লাভার হয়ে থাকেন তাহলে এই খবরটা আপনার জন্য একটা খুশির খবর হতে চলেছে।
এই ফোনটিতে আপনি উন্নত মানের ক্যামেরা (Camera) ,শক্তিশালী প্রসেসর(Processor), ফিঙ্গারপ্রিন্ট স্ক্রিন লক(Fingerprint screen lock) এবং দীর্ঘ মেয়াদী ব্যাটারি লাইফ ছাড়াও আরো অনেক Features দেখতে পাবেন । এই ফোনটির রেম(RAM) এবং রোম(ROM) সম্বন্ধে যদি বলা হয়, তাহলে এই ফোনটিতে আপনি 12 জিবি রেম(12GB RAM) এবং 256 জিবি ফোন মেমোরি (storage) অর্থাৎ রোম (256GB ROM) এবং 16GB RAM ও 256GB ROM পেয়ে যাবেন । যার বাজার মূল্য দাম এখনো প্রকাশ করেনি। বিভিন্ন খবর সূত্রে জানা গিয়েছে শাওমি ১৪ আলট্রা ফোনটি ভারতীয় বাজারে ২৫ শে ফেব্রুয়ারি আসতে চলেছে।(Xiaomi 14 ultra release date 25 February 2024) । আজ আমরা এই ফোনটির রিভিউ নিয়ে আলোচনা করব(Xiaomi 14 ultra review)। সম্পূর্ণ সঠিক তথ্য জানতে নিচের পোস্টটি সম্পূর্ণ করতে ভুলবেন না।
Xiaomi 14 ultra Display: Xiaomi Series এর এই Xiaomi 14 ultra ফোনটির Display বলতে গেলে অসাধারণ । এই ফোনটিতে আপনি 120Hz Referees rate এর সাথে 6.73” ইঞ্চির QHD+ AMOLED LTPO ডিসপ্লে দেখতে পাবেন। এছাড়া screen কে সুরক্ষা করতে Gorilla glass Protection ব্যবহার করেছে কোম্পানি ।
Xiaomi 14 ultra Camera: এই নতুন স্মার্টফোনটির মধ্যে আপনি মোট 5টি ক্যামেরা দেখতে পাবেন । Rear camera 4টি এবং Front camera 1টি । ব্যাকক্যামেরা (Rear camera) গুলো হল 50MP(VA), 50MP(WU), 50MP(3.3X),50PM(5X TELE) এবং Front Camera (Selfie camera) টি হলো 32 মেগাপিক্সেল (32MP) । এছাড়া এটিতে আপনি একটা সিঙ্গেল ফ্লাসলাইটও (Single flashlight) দেখতে পাবেন যেটি ভিডিও রেকর্ডিং করতে অথবা ফটো ক্যাপচার করতে আপনার কাজে লাগবে । তাছাড়া এটাকে আপনি আপনার পার্সোনাল লাইফেও (Personal life) ব্যবহার করতে পারেন।
Xiaomi 14 ultra Prosessor: Xiaomi company দিন দিন তাদের স্মার্ট ফোন গুলোকে আরো উন্নত করার জন্য উন্নত মানের প্রসেসর ব্যবহার করছে। শাওমি কোম্পানির এই নতুন স্মার্টফোনের প্রসেসরটি আশা করা যায়, আগের ফোনগুলির থেকে অনেকটাই বেটার হবে। তাই এই ফোনটির Processor সম্বন্ধে যদি বলতে হয় তাহলে Xiaomi company এই ফোনটিতে Qualcomm Snapdragon 8 GEN 3 SoC এর একটা শক্তিশালী প্রসেসর ব্যবহার করেছেন । যা এই ফোনটিকে দীর্ঘদিন সচল রাখতে সাহায্য করবে ।
Xiaomi 14 ultra Battery & Charger: কোন ফোনের ক্যামেরা(camera), ডিসপ্লে(display) এবং প্রসেসর(Processor) যতই ভালো হোক না কেন, যদি সেই ফোনের ব্যাটারি সার্ভিস (Battery service) ভালো না পাওয়ায় রায়, তাহলে সেই ফোনটিকে আমরা একটা ভালো স্মার্টফোন(Best Smartphone) বলে মনে করব না । তাহলে যদি এই ফোনের ব্যাটারি লাইফ বা ব্যাটারির সম্বন্ধে বলতে হয় তাহলে বলে রাখি এই ফোনটিতে আপনি 5300mAh এর দীর্ঘ মেয়াদী ব্যাটারি পেয়ে যাবেন, যা আপনি Normal Use এ 4 থেকে 5 দিন অনায়াসেই কাটাতে পারবেন । এছাড়া এই ফোনটির সাথে আপনি 90W সুপারফাস্ট (Super fast) charger দেখতে পাবেন যা, অল্প সময়ের মধ্যে আপনার স্মার্টফোনটিকে ১০০% চার্জ করতে সাহায্য করবে।
Xiaomi 14 ultra In The Box:
Xiaomi 14 ultra Mobile
Back cover
90W changer
USB Type-C cable
User manual
Xiaomi 14 ultra Specifications
Xiaomi 14 ultra FAQ
1. Xiaomi 14 ultra price in india?
Ans: No announce but Probably Price From 50,000
2. Xiaomi 14 ultra launch or release date?
Ans:25th February 2024
3. What is the price of Mi 14 Ultra in India?
Ans: No announce but Probably Price From 50,000
4. Mi 14 ultra is 5G ?
Ans: Yes
5. Mi 14 ultra charger and battery How much?
Ans: charage 90w and battery 5300mAh