১৪ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আপনি যদি আপনার গার্লফ্রেন্ডকে কম বাজেটের মধ্যে একটা নতুন স্মার্টফোন গিফট করতে চাইছেন তাহলে আপনি সঠিক পোস্টে ক্লিক করেছেন । আমাদের বাছাই করা স্মার্টফোনের মধ্যে আপনার জন্য একটা স্মার্টফোন সিলেক্ট করেছি। যে ফোনটা দাম অত্যন্ত নিম্ন এবং কোয়ালিটিতে ভালো । বলতে গেলে কম দামে ভালো ফোন । আমাদের বাছাই করা সেই ফোনটার ব্যাপারে জানতে, নিচের আর্টিকেলটা সম্পূর্ণ পড়তে ভুলবেন না।
আমাদের বাছায় করা স্মার্টফোনটিতে আপনি উন্নত মানের camera,processor,display এবং দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ দেখতে পাবেন। এছাড়া এই ফোনটিতে আরো অনেক ফিচারস দেখতে পাবেন। এই ফোনটি আপনি দুটি ভ্যারিঅ্যান্টে পেয়ে যাবেন । একটি 4GB l 64GB যার বাজার মূল্য Price ৫,৪৯৯ টাকা, অপরটি 6GB I 128GB যার বাজার মূল্য Price ৬,৪৯৯ টাকা। আপনি যদি এই ফোনটি ব্যাংক কার্ড দিয়ে কিনতে চাইছেন তাহলে আরো ৫০০ থেকে ১ হাজার টাকার মধ্যে ডিসকাউন্ট পেয়ে যাবেন। এই ফোনটির সম্পূর্ণ ডিটেইলস নিচে দেয়া রইল।
POCO C3 : Display
আমাদের বাছাই করা এই স্মার্টফোনটিতে আপনি এত কম টাকার মধ্যেই 90Hz এর একটা চমৎকার 6.53” ইঞ্চির HD+ ডিসপ্লে দেখতে পাবেন। এছাড়া এই ফোনটির ডিসপ্লে কে সুরক্ষা করার জন্য গরিলা গ্লাস প্রোটেকশন ব্যবহার করেছে কোম্পানি।
POCO C3 : Camera
এই ফোনটির ক্যামেরা সম্বন্ধে যদি বলতে হয় তাহলে আপনি এই ফোনটিতে মোট 4টি ক্যামেরা পেয়ে যাবেন, যার ক্যামেরা Quality অত্যন্ত ভালো । যদি ব্যাক ক্যামেরা এবং সেলফি ক্যামেরা কথা বলতে হয়, তাহলে ব্যাক ক্যামেরা গুলো 13MP,2MP ও 2MP এবং সেলফি ক্যামেরাটি হচ্ছে 5MP । এছাড়া একটি সিঙ্গেল ফ্লাশ লাইট ও পেয়ে যাবেন।
POCO C3 : Processor
২০২৪ সালে কম টাকায় ভালো প্রসেসর পাওয়াটা কিন্তু অত্যন্ত কঠিন ব্যাপার । তাই যদি এই ফোনটার প্রসেসর সম্বন্ধে বলতে হয় তাহলে বলে রাখি, কোম্পানি এই ফোনটিতে MediaTek Helio G35 এক শক্তিশালী প্রসেসর ব্যবহার করেছেন।
POCO C3 : Battery and Charger
এবার এই ফোনটির ব্যাটারি এবং চার্জার সম্বন্ধে যদি বলতে হয় তো প্রথমেই বলে রাখি, কোন মোবাইলের ক্যামেরা, প্রসেসর, ডিসপ্লে, যতই ভালো হোক না কেন যদি সেই ফোনের ব্যাটারি সার্ভিস ঠিকমতো না দেয় তাহলে আমরা সেই ফোনটাকে একটা ভালো ফোন বলে মনে করব না । তাই এই ফোনটির ব্যাটারি লাইফ সম্বন্ধে যদি বলতে হয় তাহলে আপনি এই ফোনটিতে 5000mAh এর একটা বড় ব্যাটারি দেখতে পাবেন যা আপনি Normal Use এ চার থেকে পাঁচ দিন অনায়াসেই ব্যবহার করতে পারবেন। এছাড়া এই ফোনটির সাথে আপনি 10W চার্জার এডাপ্টার পেয়ে যাবেন ।
In The Box
Hendset
Micro USB cable
Power adaptor
SIM Ejector
Users manual
Warranty Card
Specifications
FAQ About POCO C3
1.Can I play free fire smoothly?