News Barta Report : Samsung Lover দের জন্য একটা খুশির খবর হলো স্যামসাং গ্যালাক্সি এস24 আট্রা (Samsung galaxy s24 ultra) নিয়ে এসেছে তাদের নতুন সিরিজের নতুন স্মার্টফোন (Smart Phone) স্যামসাং গ্যালাক্সি এস24 (Samsung galaxy s24 ultra)। এই ফোনটির ৩টি ভ্যারিএন্ট রয়েছে। প্রথম ভ্যারিন্টের 12GB | 256GB এর বাজার মূল্য ₹ 1,29,999/- টাকা, দ্বিতীয় ভ্যারিন্টের 12GB | 512GB এর বাজার মূল্য ₹ 1,39,999/- টাকা এবং তৃতীয় ভ্যারিন্টের 12GB | 1T এর বাজার মূল্য ₹ 1,59,999/- টাকা। আপনি যদি Pre booking করেন তাহলে অনেক Discount পেয়ে যাবেন।
এই স্মার্টফোনটি দাম এতো বেশি কেন ?
দেখুন স্যামসাং কোম্পানি(Samsung Company) চাই তাদের গ্রাহকদের জন্য ভালো কোয়ালিটির(Good Quality) ফোন প্রদান করতে। তাই এই ফোনটিতে বিভিন্ন ধরনের নতুন নতুন ফিচার্স (New features)যুক্ত করা হয়েছে। এই ফোনটিতে Ai এর ব্যবহার দেখতে পাবেন এবং টাচ স্ক্রিন (teach screen)স্লো মোসন ফিচারও (Slow motion features )রয়েছে এই ফোনটিতে।
Whatsapp এ Quick Language convert features যুক্ত করেছে এই ফোনটিতে।এছাড়া ফোটো তোলার (Live photo chapter system) সাথে সাথে ফোটো ইন-হেন্সের (photo enhance)সুবিধা পাবেন এই ফোনটিতে। আজের প্রতিবেদনে আপনারাএই ফোনটির সমস্ত Specifications এর সঠিক তথ্য জানতে পারবেন।
তো চলুন জেনে নেওয়া যাক এই ফোনটির (Samsung galaxy s24 ultra)ডিসপ্লে(Display),ব্যটারি(Battery),
ক্যামেরা(Camera) এবং বক্সের মধ্যে (In the Box) কি কি পাবেন।
Samsung galaxy s24 ultra: Display
স্যামসাং কোম্পানি এই নতুনস্মার্টফোনের Display qualityর মান উন্নত করতে নতুন নতুন ফিচার যুক্ত করেছে। Displayর ক্ষেত্রে বলাই বাহুল্য, ফোনটিতে 3,120 x 1,440 pixels রেজোলিউশন সহ একটি 6.80 ইঞ্চির QHD+ AMOLED ডিসপ্লে রয়েছে। স্ক্রীনটিতে 120Hz এর একটি চমৎকার রিফ্রেশ রেট এবং ফোনের Screen কে Protection করার জন্য গরিলা গ্লাস আরমোরের (Gorilla glass Armor) সুরক্ষা ব্যবহার করেছেন।
Samsung galaxy s24 ultra: Camera
আপনি যদি ভাল ক্যামেরা যুক্ত একটি Smartphone খুঁজছেন তবে আমি আপনাকে জানাতে খুশি হব যে ,স্যামস্যাং কোম্পানি তার নতুন স্মার্টফোন(Samsung galaxy s24 ultra) ক্যামেরা আরো অনেক উন্নত করেছে । আপনি যদি এই ফোনটি কিনেন তাহলে আপনি এই ফোনটির সাথে মোট ৫টি ক্যামেরা পাবেন। পেছনের ক্যামেরা গুলি যথাক্রমে 200 MP,50MP,12MP,10MP এবং সামনে ক্যামেরাটি পাবেন 20MP এ। এই ফোনটিতে ১টি LED লাইট রয়েছে, যা ভিডিও রেকর্ড করতে অনেক সহজ হবে।
Samsung galaxy s24 ultra: Processor
Samsung এর এই নতুন স্মার্টফোনটিকে আরো উন্নত করার জন্য খুব ভালো মানের প্রসেসর ব্যবহার করেছেন। Samsung galaxy s24 ultra ফোনটিতে আপনি Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর দেখতে পাবেন।
Samsung galaxy s24 ultra: Battery & Charger
এই ফোনটিতে দীর্ঘমেয়াদি 5000mh যুক্ত Battery দেখতে পাবেন, যা একবার Charge দিলে অনায়াসেই ২ থেকে ৩ দিনপর্যন্ত ব্যবহার করতে পারবেন।এই ফোনটিতে 45W এর fast Charge support যুক্ত charge দেখতে পাবেন।যা আপনি আপনার ফোনটি নিমেষের মধ্যে চার্জ করতে পারবেন এবং এই ফোনটির Full Charging Time হল 30min । এই ফোনটিতে USB-C support রয়েছে।
Samsung galaxy s24 ultra: Box এর মধ্যে কি কি পাবেন ?
•The Galaxy S24 Ultra itself, of course
• USB-C cable
• SIM card ejection tool
• কিছু paperwork, সাথে quick guide and warranty information