এমনিতে ছেলেদের 16 বছর বয়সের পরে দাঁড়ি বেরতে শুরু হয়ে যায়, আর 18 বছর বয়স হতে হতে ভালো মতো দাঁড়ি বেরিয়ে যায়। কিন্তু কিছু ছেলের হরমোনের অভাবের কারণে বা কোন কোন ভুলের কারণে সঠিক সময়ে ওদের Beard Growth হতে পারে না। আর এখানেই আপনার Looks কে অনেক Effect করে।
আজ আমার এই প্রতিবেদনে প্রধান ৫ টি উপায়ের কথা বলবো ,যে গুলো আপনি যদি কিছু দিন মানতে পারেন তাহলে আপনার Beard Growth হওয়ার হাত থেকে কেউ আটকাতে পারবে না। তো চলুন জেনে নেওয়া যাক কি সেই ৫টি উপায়।
চাপ দাড়ির হওয়ার জন্য ৪টি উপায়
ফিটকিরি দাড়ি গজাতে অনেক উপকার করে। তাই আপনি যে কোনও ভূষিমাল দোকান থেকে কিংবা কোনও সেলুনে থেকে 10 টাকার ফিটকিরি কিনে আনবেন আর ঐ ফিটকিরি অল্প জল দিয়ে আপনার Face এর যেখানে জায়গায় আপনি Beard Growth করাতে চান ওখানে লাগাবেন আর মেসেজ করবেন।
এই ভাবে মেসেজ 30 Sec করবেন এবং ১ঘন্টা পর পরিষ্কার জল দিয়ে Face টি ভালো ভাবে ধুয়ে নিবেন।এই কাজটা আপনাকে দিনে দু-বার করতে হবে।
Beard Growth Oil এর ব্যবহার
আপনাকে Beard Growth Oil এর একটি রেমিডি তৈরি করতে হবে এবং এই রেমিডিটা যদি ব্যবহার করেন তাহলে আপনি কিছুদিনের মধ্যেই রেজাল্ট দেখতে পেয়ে যাবেন । এবার প্রশ্ন,এই রেমিডি বানাবেন কি ভাবে ?এটি বানানোর জন্য প্রথমে আপনাকে কয়েকটি মিডিয়াম (Medium)সাইজের পেঁয়াজ (onion)নিতে হবে । তারপর ঐ পিঁয়াজ গুলিকে ভালো ভাবে পিস পিস করে কাটতে হবে । তারপর ঐ পেঁয়াজ গুলো মিক্সারে দিয়ে একটা পেষ্ট তৈরি করতে হবে। পেষ্ট তৈরি হয়ে গেলে ঐ পেষ্টটিকে একটি তাওয়াতে দিয়ে তার সাথে Coconut oil মিশিয়ে হালকা হালকা গরম করতে হবে।
পেঁয়াজ পেষ্টটি যখন লাল লাল হয়ে যাবে তখন ওটাকে কোনও একটা কাপড়ের সাহায্যে ছেঁকে oil টাকে বের করে নেবেন।তেলটা বের হয়ে গেলে ঐ তেলের সাথে দু-টি Vitamin E ক্যাপসুল মিশিয়ে এই oil দিয়ে মেসেজ করতে হবে। এই তেল কিছু দিন ব্যবহার করলেই পার্থক্য দেখতে পাবেন।
নিয়মিত শেভিং করার অভ্যাস করুন
আপনার যদি হালকা হালকা দাড়ি থাকে তাহলে আপনাকে Clean Save পদ্ধতিটি ব্যবহার করতে হবে।যখন আপনি সপ্তাহে একবার Clean Save করবেন তখন আপনার পাতলা দাড়ি দিন দিন মোটা হতে থাকবে। ফলে অল্প সময়ের মধ্যে আপনার চাপ দাড়িতে মুখ ভরে যাবে।
খারাপ অভ্যাস ত্যাগ করুন
আপনার যদি খারাপ অভ্যাস থেকে থাকে তাহলে আজ থেকে সেই অভ্যাস দূর করতে হবে। খারাপ অভ্যাস মানে তো বুঝতেই পারছেন,তাই আর Details এ বললাম না।ছেলেদের মুখে যে Beard আসে শুধু মাত্র একটা হরমোনের কারণে আসে। আর হরমোনের নাম হলো টেস্টোস্টেরন হরমোন ।এটি হরমোন যাঁর বাড়িতে যত বেশি থাকবে ওর দাড়ি তত দ্রুত Growth করবে । আপনি যত বেশি খারাপ কাজ করেন , আপনার শরীর থেকে তত বেশি টেস্টোস্টেরন হরমোন বের হয়। তাই আপনি যদি দ্রুত দাড়ি গজাতে চান তাহলে ঐ খারাপ অভ্যাস তাড়াতাড়ি ত্যাগ করতে হবে।