এই ফোনটিতে আগের তুলনায় আরো অনেক নতুন নতুন ফিচার্স যুক্ত করা হয়েছে। Features এর কথা যদি বলি,এই ফোনটিতে Dolby Support Speaker দেখতে পাবেন। এছাড়া এই ফোনটিতে Multiple autofocus mode ও রয়েছে ।OnePlus 12R ফোনটি দুটি ভ্যারিএন্টে পাওয়া যাবে। প্রথম ভেরিএন্ট 8 GB RAM + 128 GB Storage যার বাজার মূল্য হবে ₹ 39,999/- টাকা এবং দ্বিতীয় ভেরিএন্ট 16 GB RAM + 256 GB Storage যার বাজার মূল্য ₹ 45,999/- টাকা(OnePlus 12R price in india)। OnePlus series এর নতুন ফোনটি দুটি Colour এ লঞ্চ করতে যাচ্ছে । একটা হল Cool Blue এবং অন্যটি Iron Gray। OnePlus এর Official site থেকে জানা গিয়েছে যে এই ফোনটি 6th February তারিখে ভারতীয় বাজারে লঞ্চ হতে চলেছে।
OnePlus 12R Mobile: Display
OnePlus 12R নতুন স্মার্টফোনের Display বলতে গেলে অসাধারণ। OnePlus Company দিন দিন উন্নত করেই চলেছে।Display quality এর কথা বলতে গেলে যা এক কথায় বলা যায় অসাধারণ।OnePlus 12R এর ফোনটিতে আপনি 2400 x 1080 pixels রেজোলিউশন সহ একটি 6.78" AMOLED ProXDR এর একটি বড়ো ডিসপ্লে দেখতে পাবেন। স্ক্রীনটিতে 120Hz এর একটি চমৎকার রিফ্রেশ রেট রয়েছে।এছাড়া ফোনের Screen কে Protection করার জন্য গরিলা গ্লাস ভ্যাক্টাস 2(Gorilla Glass Victus 2)সুরক্ষা গার্ড ব্যবহার করেছে কোম্পানি ।OnePlus 12R Mobile: Camera
এই Smartphone টির Camera গুলোতে বিভিন্ন ধরনের High Quality Sensor লাগানো রয়েছে।OnePlus কোম্পানি তার নতুন স্মার্টফোনের (OnePlus 12R)ক্যামেরা দিন দিন অনেক উন্নত করেছে। আপনি যদি এই ফোনটি কিনতে চান তাহলে আপনি এই ফোনটির সাথে Front camera সহ মোট ৪টি ক্যামেরা দেখতে পাবেন। পেছনের ক্যামেরা গুলি যথাক্রমে 50MP(Sony IMX 890),8MP(Ultra-Wide),2MP (macro)এবং সামনে ক্যামেরাটি পাবেন 16MP(Ultra) । এছাড়া ফোনটিতে ১টি LED লাইট রয়েছে, যা ব্যহারকারীদের বিভিন্ন কাজ করতে সাহায্য করে।OnePlus 12R Mobile: Prosessor
OnePlus 12R এর নতুন স্মার্টফোনটিতে একটি শক্তিশালী Snapdragon 8Gen 2 প্রসেসর ব্যবহার করেছে কোম্পানি।এই শক্তিশালী Prosessor টা কিন্তু খুব অল্প ফোনেই দেখতে পাওয়া যায়।তাই আপনি যদি একটা ভালো Prosessor যুক্ত smart phone কিনতে চান তাহলে এই ফোনটি আপনার জন্য একটা সঠিক ফোন হতে পারে।OnePlus 12R Mobile: Battery and Charger
এই ফোনটিতে দীর্ঘমেয়াদি 5500mAh যুক্ত Battery দেখতে পাবেন, যা একবার Charge দিলেই আপনাকে ২ থেকে ৩ দিন পর্যন্ত ভাবতে হবে না।এই ফোনটিতে 100W এর fast Charge support যুক্ত charge দেখতে পাবেন,যা আপনি আপনার ফোনটি নিমেষের মধ্যেই চার্জ করতে পারবেন এছাড়া এই ফোনটির Full Charging Time হল 26min । এই ফোনটিতে USB-C support যুক্ত Cable ও রয়েছে।OnePlus 12R Mobile: Connectivity
এই ফোনটিতে Connectivity এর কথা যদি বলা হয় তাহলে বলে রাখি যে ,এটিতে Dual 5G এবং Dual 4G VoLTE র Support রয়েছে। এছাড়া Wi-Fi 7,Bluetooth 5.3 এবং NFC দেখতে পাবেন।OnePlus 12R : Features
এই ফোনটিতে বিভিন্ন ধরনের সুবিধা পাবেন যেমন Face Unlock, Screen Flash, HDR,Nightscape, Portrait mode, Pano, Steady mode, Time-lapse,Filter এবং Retouching।OnePlus 12R Mobile: In The Box
• OnePlus 12R Phone• USB-C cable
• 100W Charger
• SIM card ejection tool
• কিছু paperwork, সাথে quickguide and warranty information