News Barta: যখন আমরা কম দামে একটা ভালো স্মার্টওয়াচ কেনার কথা ভাবি তখন আমরা বুঝতে পারি না যে কোন স্মার্টওয়াচটা আমাদের জন্য ভালো। তাই আমরা না দেখে বুঝে যেকোনো একটা স্মার্ট ওয়াচ কিনে ফেলি ফলে আমাদের কেনা সেই স্মার্টওয়াচটা কিন্তু কিছুদিন পর খারাপ হয়ে যায় ও আমাদের পয়সা কিন্তু বিফলে চলে যায়। তাই আজ আমরা এই প্রতিবেদনে বাছাই করা সেরা পাঁচটি স্মার্টওয়াচের কথা আলোচনা করব,যে স্মার্ট ওয়াচ গুলো আপনি যদি কিনেন তাহলে অনেকটাই লাভজনক হবেন তো চলুন দেখে নেয়া যাক সেরা ৫টি সেই স্মার্ট ওয়াচ।
কম দামে সেরা পাঁচটি স্মার্ট ওয়াচ ২০২৪
Fire Boltt Ninja Pro Max Plus Smartwatch
পাঁচ নাম্বারে যে স্মার্ট ওয়াচের কথা বলব তার নাম হচ্ছে Fire Boltt Ninja Pro Max Plus। যদি ডিসপ্লের কথা বলি তাহলে এই স্মার্ট ওয়াচ এ আপনি 1.83 ইঞ্চি ওয়াটার প্রুফ রেসিস্ট্যান্ট (waterproof resistant) LED ডিসপ্লে (Display)দেখতে পাবেন। এ ছাড়া এই স্মার্ট ওয়াচ এ আপনি ১০০+ স্পোর্টস মোড(Sports Mode) দেখতে পাবেন । Fire Boltt কোম্পানি স্মার্টওয়াচ (Smart watch) টিতে Heart Rate, Blood Oxygen, Sleep Tracking, Activity Tracking, Breathing বিভিন্ন ধরনের ফিচারস যুক্ত করেছেন। এছাড়া এটিতে ৭দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ Battery Backup)পেয়ে যাবেন।এই স্মার্টওয়াচের বাজার মূল্য দাম ₹ 1099/- টাকা । আপনি যদি এই স্মার্টওয়াচটি কিনতে চান তাহলে আমাজন(Amazon) বা ফ্লিপকার্টে (Flipkart) খুব সহজে পেয়ে যাবেন । তাছাড়া তাদের অফিসিয়াল ওয়েবসাইটে(Office website) গিয়েও আপনি কিনতে পারেন।
Fire Boltt Ninja Calling Plus
Smartwatch
চার নাম্বারে যে স্মার্ট ওয়াচের কথা বলব তার নাম হচ্ছে Fire Boltt Ninja Calling Plus। যদি ডিসপ্লের কথা বলি তাহলে এই স্মার্ট ওয়াচ এ আপনি 1.83 ইঞ্চি ওয়াটার প্রুফ রেসিস্ট্যান্ট (waterproof resistant) HDডিসপ্লে (Display)দেখতে পাবেন। এ ছাড়া এই স্মার্ট ওয়াচ এ আপনি ১০০+ স্পোর্টস মোড(Sports Mode) দেখতে পাবেন । Fire Boltt কোম্পানি স্মার্টওয়াচ (Smart watch) টিতে Heart Rate, Blood Oxygen, Sleep Tracking, Activity Tracking, Breathing বিভিন্ন ধরনের ফিচারস যুক্ত করেছেন। এছাড়া এটিতে BT-Calling এর সাথে ৫দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ Battery Backup)পেয়ে যাবেন।এই স্মার্টওয়াচের বাজার মূল্য দাম ₹ 1199/- টাকা । আপনি যদি এই স্মার্টওয়াচটি কিনতে চান তাহলে আমাজন(Amazon) বা ফ্লিপকার্টে (Flipkart) খুব সহজে পেয়ে যাবেন । তাছাড়া তাদের অফিসিয়াল ওয়েবসাইটে(Office website) গিয়েও আপনি কিনতে পারেন।
Noise Icon Buzz Smartwatch
তিন নাম্বারে যে স্মার্ট ওয়াচের কথা বলব তার নাম হচ্ছে Noise Icon Buzz । যদি ডিসপ্লের কথা বলি তাহলে এই স্মার্ট ওয়াচ এ আপনি 1.69 ইঞ্চি ওয়াটার প্রুফ রেসিস্ট্যান্ট (waterproof resistant) TFT LCD ডিসপ্লে (Display)দেখতে পাবেন। এ ছাড়া এই স্মার্ট ওয়াচ এ আপনি ১০০+ স্পোর্টস মোড(Sports Mode) দেখতে পাবেন । Noise কোম্পানি স্মার্টওয়াচ (Smart watch) টিতে Heart Rate, Blood Oxygen, Sleep Tracking, Activity Tracking, Breathing বিভিন্ন ধরনের ফিচারস যুক্ত করেছেন।এটিতে ৭দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ Battery Backup)পেয়ে যাবেন।এই স্মার্টওয়াচের বাজার মূল্য দাম ₹ 1199/- টাকা । আপনি যদি এই স্মার্টওয়াচটি কিনতে চান তাহলে আমাজন(Amazon) বা ফ্লিপকার্টে (Flipkart) খুব সহজে পেয়ে যাবেন । তাছাড়া তাদের অফিসিয়াল ওয়েবসাইটে(Official website) গিয়েও আপনি কিনতে পারেন।
BeatXP Marv Neo Smartwatch
দুই নাম্বারে যে স্মার্ট ওয়াচের কথা বলব তার নাম হচ্ছে BeatXP Marv Neo । যদি ডিসপ্লের কথা বলি তাহলে এই স্মার্ট ওয়াচ এ আপনি 1.85 ইঞ্চি ওয়াটার প্রুফ রেসিস্ট্যান্ট (waterproof resistant) HD ডিসপ্লে (Display)দেখতে পাবেন। এ ছাড়া এই স্মার্ট ওয়াচ এ আপনি ১০০+ স্পোর্টস মোড(Sports Mode) দেখতে পাবেন । BeatXP কোম্পানি স্মার্টওয়াচ (Smart watch) টিতে Heart Rate, Blood Oxygen, Sleep Tracking, Activity Tracking, Breathing বিভিন্ন ধরনের ফিচারস যুক্ত করেছেন।এছাড়া এটিতে BT-Calling এর সাথে ৭দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ Battery Backup)পেয়ে যাবেন।এই স্মার্টওয়াচের বাজার মূল্য দাম ₹ 999/- টাকা । আপনি যদি এই স্মার্টওয়াচটি কিনতে চান তাহলে আমাজন(Amazon) বা ফ্লিপকার্টে (Flipkart) খুব সহজে পেয়ে যাবেন । তাছাড়া তাদের অফিসিয়াল ওয়েবসাইটে(Office website) গিয়েও আপনি কিনতে পারেন।
BoAt Ultima Connect Smartwatch
সবার প্রথমে যে স্মার্ট ওয়াচের কথা বলব তার নাম হচ্ছে BoAt Ultima Connect । যদি ডিসপ্লের কথা বলি তাহলে এই স্মার্ট ওয়াচ এ আপনি 1.83 ইঞ্চি ওয়াটার প্রুফ রেসিস্ট্যান্ট (waterproof resistant) HD ডিসপ্লে (Display)দেখতে পাবেন। এ ছাড়া এই স্মার্ট ওয়াচ এ আপনি ১০০+ স্পোর্টস মোড(Sports Mode) দেখতে পাবেন । BoAt কোম্পানি স্মার্টওয়াচ (Smart watch) টিতে Heart Rate, Blood Oxygen, Sleep Tracking, Activity Tracking, Breathing বিভিন্ন ধরনের ফিচারস যুক্ত করেছেন।এছাড়া এটিতে BT-Calling এর সাথে ১০দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ Battery Backup)পেয়ে যাবেন।এই স্মার্টওয়াচের বাজার মূল্য দাম ₹ 1299/- টাকা । আপনি যদি এই স্মার্টওয়াচটি কিনতে চান তাহলে আমাজন(Amazon) বা ফ্লিপকার্টে (Flipkart) খুব সহজে পেয়ে যাবেন । তাছাড়া তাদের অফিসিয়াল ওয়েবসাইটে(Office website) গিয়েও আপনি কিনতে পারেন।