TATA PAY APP : আপনি কি অতিরিক্ত টাকা দিতে দিতে বিরক্ত হয়ে থাকেন বা আপনি কি মোবাইল রিচার্জ,বিল পেমেন্ট ইত্যাদি তে অতিরিক্ত চার্জ থেকে মুক্তি পেতে চান। তাহলে আপনার জন্য খুশির সংবাদ। দুর্দান্ত অফার এবং নতুন নতুন Features নিয়ে বাজারে আসতে চলেছে Google pay,Phonepe এবং Paytm এর মতো একটা নতুন UPI Payment App ।
এই UPI Payment App টি আনছেন Tata Company । তাই এই Tata Company র নাম অনুসারে এই App টির নাম হলো " TATA PAY APP " । বাজারে যত ধরনের Digital Payment App রয়েছে (google pay, Paytm,Phonepe, Amazon) তাদেরকে টক্কর দিতে বাজারে নামতে চলেছে এই TATA PAY APP ।
বর্তমানে যে সকল ব্যাক্তি এই সব App এর মাধ্যমে (google pay, Paytm,Phonepe, Amazon) ছোট বড়ো লেন-দেন করে থাকেন ,তারাও কিন্তু এই app টির মাধ্যমে (TATA PAY) লেন-দেন করতে পারবেন। ১ই জানুয়ারী 2024 তারিখে এই Tata pay app ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (RBI) কাছ থেকে অ্যাগ্রিগেটর লাইসেন্সও পেয়েছেন । যা সহজ ভাষায় বলা যায়, আপনিও এই অ্যাপটিতে ই-কমার্স (E-commerce) লেনদেন করতে পারবেন।
Tata pay app হল Tata group এর একটি বিশ্বস্ত Digital Payment App । যা আপনি কোন ভয় ছাড়াই অনায়াসেই ব্যবহার করতে পারবেন। এই App টি যদি আপনি ব্যবহার করতে চান(How to use Tata pay app on mobile) , তাহলে আপনাকে এই app টি Install করতে হবে। আপনার কাছে যদি Android Mobile থাকে তাহলে আপনি Google Play Store থেকে অথবা আপনার কাছে যদি Apple Mobile থাকে তাহলে আপনি Apple store থেকে এই App টি (TATA PAY) Install করতে পারবেন।
কি ধরনের Cashback Offer থাকবে এই অ্যাপটিতে
বাজারে যে সব Payment App গুলি রয়েছে, সেই সব অ্যাপ গুলিতে তে সমস্ত অফার দেখতে পাওয়া যায় এতেও কিন্তু একই অফার দেখতে পাওয়া যাবে। তবে আশা করা যায় যেহেতু এই অ্যাপটি বাজারে এখনো অতটা জনপ্রিয় হয়ে উঠেনি, তাই দর্শকদের আকৃষ্ট করার জন্য তাঁরা নতুন নতুন অফার বা ক্যাশব্যাক দিবেন বলে অনুমান করা হচ্ছে।
বাজারে বিভিন্ন ধরনের Payment App থাকার কারণে, তাদেরকে টক্কর দেওয়ার জন্য হয়তো বা তাদের থেকেও ভালো ভালো অফার প্রদান করবেন এই Tata pay app । এই TATA PAY অ্যাপটি ভবিষ্যতে সারা ভারতে ছড়িয়ে পড়তে পারে বলে আশা করা হচ্ছে । তবে এখন সময়ের অপেক্ষায় । কতটা Successful হতে পারে এই Tata pay app।
TATA PAY ব্যবহারকারীরা কি কি সুবিধা পাবেন
আপনি যদি Online বা Offline থেকে কেনাকাটা করতে ভালোবাসেন তাহলে আপনার জানা একান্ত প্রয়োজন কারণ আপনি অন্যান্য Apps এর মতোই এই Tata Pay Apps দিয়ে কেনা কাটার সুবিধা উপভোগ করতে পারবেন। এই Apps টির মধ্যে UPI, Credit card,Debit card,net banking ইত্যাদি বিভিন্ন ধরনের সুবিধা থাকায় ফলে আপনি কেনাকাটার পর বিল পেমেন্টের সময় এই Payment option গুলি খুব সহজেই ব্যবহার করতে পারবেন।
শুধু তাই নয়, আপনি TATA Pay অ্যাপের মাধ্যমে মোবাইল রিচার্জ , বিদ্যুৎ, গ্যাস, জল, DTH ইত্যাদি বিলগুলির পেমেন্ট করতে এবং লোন এর EMI ও খুব সহজেই পরিশোধ করতে পারবেন । এছাড়াও আপনি আপনার বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের কাছে টাকা পাঠাতে এবং নিতে পারবেন ।
এই Tata Pay apps টি টাটা গ্রুপের সকল ব্র্যান্ডগুলির সাথেও সংযুক্ত থাকায় , আপনি এই apps এর মাধ্যমে Tata Cliq, Tata CLiQ Luxury, BigBasket, 1mg, Qmin, Starbucks, AirAsia, Tata 1mg, Tata Play ইত্যাদি ব্র্যান্ডের জিনিস কিনতে এবং পরিশেবা গুলি ব্যাবহার করতে পারবেন। এই অ্যাপটির মধ্যে রয়েছে 24x7 customer support বা Customer care number । যা আপনি খুব সহজেই যে কোন সমস্যায় সমাধান তাদের কাছ থেকে পেয়ে যাবেন।
উপসংহার
বর্তমানে ভারতে UPI Payment পরিষেবা প্রদানকারী অনেক Apps রয়েছে । তাদের মধ্যে TATA PAY APP হল একটি।TATA Pay অ্যাপের মাধ্যমে আপনি অনলাইনের একাধিক পরিষেবা একই জায়গায় উপভোগ করতে পারবেন। এই অ্যাপটি Android এবং iOS উভয় প্ল্যাটফর্মের জন্য তৈরি করা হয়েছে।