News Barta Report : আপনি যদি Ranbir Kapoor এবং Rashmika Mandhana এর অনেক বড়ো ফ্যান হয়ে থাকেন তাহলে আপনাকে জানিয়ে রাখি যে,তাদের অভিনীত Animal Movie সিনেমা ঘরে Release হয়ে গেছে। এই মুভিটি Box Office এ ফাটাফাটি Performance করেছে।এই মুভিটি এতটাই হিট হয়েছে যে, চারিদিকে এর গুনগান শুনতে পাওয়া যায়। এছাড়া এই Animal Movie Release দিন থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যেমন - Facebook, Twitter, YouTube এবং Instagram ও ট্রেন্ড করতে থাকে।
এই মুভিটির ব্যাপারে যদি সংক্ষেপে বলি তাহলে বলা যায় যে, Ranbir Kapoor তার বার জন্মদিনে স্কুল থেকে পালিয়ে বাড়ি আসে বাবার Birthday Party Celebration করতে । কিন্তু বাড়তে এসে যখন জানতে পারে যে তার বাবা অফিস চলে গেছে তখন একটা চিঠি লিখে ঘুমিয়ে যায়। এর পর বাবা যখন রাত্রে বাড়িতে আসে তখন রনবীরের হাতে সেই চিঠি দেখতে পায় । কি লেখা ছিল সেই চিঠিতে? বাবাকে ভালোবাসার রোগ কি ভাবে তৈরি হল ? জানতে হলে আজকেই দেখে আসুন পরিচালিত Animal Movie টি।
আজ আমরা আলোচনা করব মোট কত টাকা আয় করেছে বা এই মুভির মোট আয় কত ?(What is the total collection of Animal?) । এর পাশাপাশি আমরা জানবো Animal movie Budget and collection এবং Animal movie box office collection total worldwide সম্পূর্ণ তথ্য । তো চলুন জেনে নেওয়া যাক সম্পূর্ণ সঠিক তথ্য।
Animal Movie 51 Days Box Office Collection
Animal Movie 1st Week Box Office Collection
প্রথম সপ্তাহে Animal Movie মোট আয় করেছে ₹ 337.58 কোটি টাকা ।
Animal Movie 2nd Week Box Office Collection
দ্বিতীয় সপ্তাহে Animal Movie মোট আয় করেছে ₹139.26 কোটি টাকা ।
Animal Movie 3rd Week Box Office Collection
তৃতীয় সপ্তাহে Animal Movie মোট আয় করেছে ₹ 54.45 কোটি টাকা ।
Animal Movie 4th Week Box Office Collection
চতুর্থ সপ্তাহে Animal Movie মোট আয় করেছে ₹ 80 লাখ টাকা ।
Animal Movie Last Week Box Office Collection
বাকি শেষ সপ্তাহে Animal Movie মোট আয় করেছে ₹ 383.44 কোটি টাকা ।
Animal Movie Total Box Office Collection Table
Animal Movie Release Date
রনবীরের কাপুরের এই Animal Movie টি 1 December 2024-এ বক্স অফিসে মুক্তি পেয়েছে। প্রথম দিন থেকেই এই সিনেমাটি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে । এই ভাবে যদি চলতে থাকে তাহলে এই ছবিটি সফল হওয়া হাত থেকে কেউ আটকাতে পারবে না।
Animal Movie Cast
Animal Movie Total Budget
বিভিন্ন Report সূত্রে জানা গিয়েছে যে রনবীরের কাপুরের এই Animal ছবিটি তৈরি করতে প্রায় ১০০ কোটি টাকা খরচ করেছেন পরিচালক । এই সিনেমাটি যদি এই ভাবে ট্রেন্ড থাকে তাহলে Box Office এ একটা বিশ্ব রেকর্ড গড়ে তুলবে।
Animal Movie IMDb Rating
রনবীর কাপুরের এই Animal Movie টি অনেক দর্শক পছন্দ করেছে।এই মুভির IMDb rating হলো ⭐ 6.8
/10