প্রধানমন্ত্রী আবাস যোজনার গ্রামীণ (PMAY-G)তালিকা কিভাবে অনলাইনে দেখবেন?
১. প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটার থেকে তাদের Official website pmaymis.gov.in যাবেন।
২. তারপর ওয়েবসাইটের হোম পেজে, "Search Beneficiary" অপশনে ক্লিক করতে হবে।
৩. ক্লিক করার সাথে সাথে একটি নতুন পেজ খুলবে। এই পেজে, আপনার আধার নম্বর (AADHAR NUMBER)বা ভার্চুয়াল আইডি (Voter Id) দিতে হবে।
৪. এরপর আপনার নাম এবং পিতার নাম দিয়ে Search" বাটনে ক্লিক করবেন।
প্রধানমন্ত্রী আবাস যোজনায় আপনার এপ্লিকেশন (Application) যদি অ্যাপ্রুভ(Approved) হয় তাহলে আধার নম্বর (Aadhar Number)বা ভার্চুয়াল আইডি (Voter Id) দেওয়ার সাথে সাথে আপনার নাম, পিতার নাম, ঠিকানা, প্রকল্পের ধরন, এবং অন্যান্য তথ্য সহ একটি তালিকা দেখতে পাবেন।
কিভাবে সঠিক পদ্ধতিতে আধার নাম্বার বসাবেন ?
ধরুন, আপনার আধার নম্বর হল 1234 5678 9012 ।তাহলে, আপনি "1234 5678 9012" এভাবে স্পেস space দিয়ে বসাতে পারেন অথবা বিনা স্পেস মনে"123456789012" এইভাবে কিংবা "1234-5678-9012" এইভাবে বসাতে পারেন ।
বিনা আধার নাম্বারে কিভাবে দেখবেন ?
আপনি যদি আপনার আধার নম্বর বা ভার্চুয়াল আইডি না জানা থাকে, তাহলে আপনি আপনার নাম, পিতার নাম, এবং ঠিকানা ব্যবহার করেও তালিকা দেখতে পারেন।
এই তালিকাটি শুধুমাত্র প্রধানমন্ত্রী আবাস যোজনা(PM Awas Yojana) শহরাঞ্চলে বসবাসকারী মানুষদের জন্য প্রযোজ্য।
প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য কিভাবে আবেদন করবে ?(How to Apply For PM Awas Yojana Online ? )
১)প্রথমে আপনাকে, আপনার মোবাইল বা কম্পিউটার থেকে তাদের অফিসিয়াল ওয়েবসাইট https://pmaymis.gov.in বা https://pmaymis.gov.in এ visit করতে হবে।
২) ওয়েবসাইটের হোম পেজে আপনি "Apply" Option দেখতে পাবেন। আপনি Apply Now Option এ ক্লিক করতে হবে।
৪) তারপর আপনি আপনার রাজ্যের বা জেলার নাম Select করবেন ।
৫) এরপর আপনাকে আপনার পরিবারের সদস্যদের নাম, বয়স, আধার নম্বর, লিঙ্গ ইত্যাদি তথ্য দিতে হবে ।
৬) তারপর আপনার বাবার নাম এবং আধার নম্বর দিতে হবে। এছাড়া পরিবারের মোট বার্ষিক আয়,বর্তমান ঠিকানা, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ,আধার কার্ড, ভোটার আইডি কার্ড, আয় প্রমাণপত্র, জন্ম সার্টিফিকেট ইত্যাদি নথিপত্রের তথ্য দিতে হবে।
সব তথ্য পূরণ করে এবং তার সাথে সমস্ত Documents আপলোড করার পর "Sumit option এ Click করতে হবে। আবেদন করার পর আপনি একটি Registration Number পাবেন। ওই নাম্বারটা আপনাকে ভালো ভাবে রাখতে হবে। যাতে পরবর্তীকালে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখার সময় কাজে লাগবে।
প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য কি কি ডকুমেন্টের (Document) প্রয়োজন?
আপনি যদি প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য আবেদন করতে চান, তাহলে আপনাকে নিম্নলিখিত Document এর প্রয়োজন হবে।
- আধার কার্ড(Aadhar Card)
- ভোটার আইডি কার্ড(Voter Card)
- জন্ম সার্টিফিকেট(Birth certificate)
- মোট সম্পত্তির প্রমাণপত্র
- পরিবারের মোট বার্ষিক আয়ের প্রমাণপত্র(Annual Income)