Motorola Edge Plus 2023 Launch Date:
Motorola তাদের এই নতুন স্মার্টফোন Launch এর তারিখ ঘোষণা করে সারা বাজারে আলোড়ন সৃষ্টি করেছে। Motorola হল বিশ্বাস যোগ্য প্রাচীনতম স্মার্টফোন (Smartphone)। Motorola এর এই নতুন স্মার্টফোনটিতে অনেক আকর্ষণীয় ফিচার পাওয়া যাচ্ছে। আজকের এই Article এ আপনি, এই ফোন সম্পর্কিত সমস্ত তথ্য পেয়ে যাবেন ।
Motorola Edge Plus 2023 Display
Motorola Edge Plus 2023 Display (Screen)
Motorola তাদের এই নতুন স্মার্টফোনের Display quality আগের থেকে আরো অনেক উন্নত করেছে। Displayএর দিক দিয়ে যদি বলেতে হয় তবে বলা বাহুল্য যে, এই ফোনে একটি 6.67 ইঞ্চি P-OLED ডিসপ্লে রয়েছে।যার Regulation 1080×2400 এবং Pixel (395 PPI)। এছাড়াও 165 Hz এর একটি চমৎকার রিফ্রেশ রেট screen রয়েছে। সহজেই যাতে Screen খারাপ না হয়ে যায়, তার জন্য এই ফোনে গরিলা গ্লাস প্রোটেকশন ব্যবহার করা হয়েছে। এছাড়া Bezel-less সহ পাঞ্চ হোল ডিসপ্লেও রয়েছে স্ক্রিন এর মধ্যে।
Motorola Edge Plus 2023 Camera
আপনি যদি ভালো ক্যামেরা যুক্ত Smartphone এর সন্ধান করছেন, তাহলে আপনাকে বলে রাখা ভালো যে Motorola এই নতুন স্মার্টফোনটিতে আপনি পাবেন বেশ উন্নত মানের ট্রিপল ক্যামেরা | এই camera গুলির quality হল-50 MP ওয়াইড অ্যাঙ্গেল , 50 MP Ultra ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং 12 MP টেলিফটো ক্যামেরার support রয়েছে। এমনকি এই ফোনে Dual LED লাইট রয়েছে যা ভিডিও রেকর্ড করতে গ্রাহকদের অনেক সাহায্য করবে। 8K @30fps Support। এই মোবাইলটিতে সেলফি তোলার জন্য সবচেয়ে শক্তিশালী 60 PM ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা রয়েছে। সেলফি ক্যামেরা 4K @30 fps এ ভিডিও রেকর্ড Support রয়েছে।
Motorola Edge Plus 2023 Prosessor
Motorola এর এই নতুন স্মার্টফোনটিকে আরো উন্নত করার জন্য খুব ভালো মানের প্রসেসর ব্যবহার করেছেন তারা। Motorola Edge Plus ফোনটিতে আপনি Qualcomm Snapdragon 8 Gen 2 এর শক্তিশালী প্রসেসর দেখতে পাবেন।
Motorola Edge Plus 2023 Battery and ChargerMotorola Edge Plus 2023 Battery and Charger
Motorola Edge Plus 2023 এর ব্যাটারিও শক্তিশালী। এই ফোনে 5100 mAh এর বড় ব্যাটারি রয়েছে যা Normal Use করলে নিঃসন্দেহে বলা যায় প্রায় ৪ দিন চলে যাবে । এছাড়াও, এই ফোনটির সাথে USB Type-C এর সাথে 68W Terbo Power Charging Support পাওয়া যাবে। এই ফোনটি খুব অল্প সময়ের মধ্যে 0% থেকে 100% পর্যন্ত চার্জ করতে পারবেন ।
ভারতে কবে Launch হবে Motorola Edge + ফোনটি ?
মটোরোলার এই নতুন স্মার্টফোন কবে লঞ্চ হবে ভারতে ? (When Launch Motorola edge+ phone in India) |এই তথ্য এখনও সঠিক ভাবে বলা সম্ভব নয়| যাইহোক, বিখ্যাত প্রযুক্তি ওয়েবসাইট 91Mobiles অনুযায়ী, কোম্পানি এই ফোনটি 23 ডিসেম্বর 2023-এ ভারতীয় বাজারে আনতে চলেছে।
Motorola Edge Plus 2023 Price In India
বিখ্যাত প্রযুক্তি ওয়েবসাইটগুলির মতে, Motorola তাদের এই নতুন স্মার্টফোন Motorola Edge Plus 2023 ভারতীয় বাজারে প্রায় 65,490 টাকার বাজেটের মধ্যে পেয়ে যাবেন|
Motorola Edge Plus 2023 Specification
Motorola Edge Plus 2023 Rivals
Samsung এর এস সিরিজের সেরা স্মার্টফোন Samsung Galaxy S23 এর সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কে জয়ী হয় সেটাই এখন দেখার আশায়।
আপনাদের কি মন্তব্য তা Comment করে জানাতে ভুলবেন না।